Wednesday, December 9, 2015

যুদ্ধাপরাধ: মুক্তাগাছায় আক্কাস গ্রেপ্তার

যুদ্ধাপরাধ: মুক্তাগাছায় আক্কাস গ্রেপ্তার
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছার রেজাউল করিম ওরফে আক্কাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুদ্ধাপরাধ: মুক্তাগাছার ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা ধবার গ্রামের বাড়ি পূর্বচেচুয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মুক্তাগাছা থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম।দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আক্কাসসহ আটজনের
বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়।‘সুষ্ঠু তদন্তের স্বার্থে’ মুক্তাগাছার ‘রাজাকার’ হিসেবে পরিচিত আক্কাসসহ আট আসামিকে গ্রেপ্তারে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন আবেদন করে।বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল একইদিন আবেদনের শুনানি করে।রেজাউল করিম ওরফে আক্কাস মৌলভী (৭০) চেচুয়া দাখিল মাদ্রাসার সুপার।স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফজলুল করিম জানান, পূর্বচেচুয়া গ্রামের মৃত মুসলেম উদ্দিনের ছেলে রেজাউল মুক্তিযুদ্ধের সময় মাদ্রাসা ছাত্র থাকা অবস্থায় আলবদর বাহিনীতে যোগ দেন।তার বিরুদ্ধে ওই সময় সুবর্ণখিলা গ্রামে মুক্তিযোদ্ধা আহমদ আলীসহ দুই মুক্তিযোদ্ধা হত্যা, চেচুয়ায় হিন্দুবাড়িতে গণহত্যা ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে বলে জানান ওসি।  তিনি জানান, স্বাধীনতার পর আক্কাস আত্মগোপন করেন। পরে নিজের নাম পরিবর্তন করে এ এস এম রেজাউল হক লেখেন।

আউটসোর্সিংয়ে ৫ বছরে দুই লাখ কর্মসংস্থান হবে: সজীব ওয়াজেদ জয়

আউটসোর্সিংয়ে ৫ বছরে দুই লাখ কর্মসংস্থান হবে: জয়

তথ্যপ্রযুক্তি খাতের মধ্যে আউটসোর্সিংকে আয়ের অন্যতম উপখাত উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী পাঁচ বছরে এ খাত থেকে আয় বিলিয়ন ডলার এবং দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে সরকারের।বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রথম ‘বিজনেস প্রসেস আউটসোর্সিং সামিট-২০১৫’ (বিপিও) এর উদ্বোধনী অনুষ্ঠানে জয় তরুণদের তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।

সরকারের আইসিটি বিভাগ থেকে আউটসোর্সিংয়ের ওপর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “গত বছর প্রায় ৩০ হাজার মত প্রশিক্ষণ দিয়েছি। আগামী বছর থেকে ৫০ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
“বর্তমানে আউটসোর্সিং থেকে আয় ১০০ মিলিয়ন ডলার এবং কর্মসংস্থান ২৫ হাজার হলেও আগামী পাঁচ বছরে তা এক বিলিয়ন ডলার এবং দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে।”
দেশে আউটসোর্সিংয়ের জনপ্রিয়তা বাড়াতে সরকারের তথ্য-প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং যৌথভাবে দুদিনের বিপিও সামিটের আয়োজন করেছে।
দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি খাতের পেশাদার ও কোম্পানি প্রতিনিধিরা এই আয়োজনে যোগ দিয়েছেন।   
আউটসোর্সিংয়ে ১৮ থেকে ৩৫ বছরের তরুণদের সবচেয়ে বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর ছেলে বলেন, “এখানে আমাদের ভবিষ্যৎ তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই আমরা। এটাই হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশের, আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্য।”
জয় বলেন, “আজ থেকে ছয় বছর আগে আমরা যখন ডিজিটাল বাংলাদেশের যাত্রা আরম্ভ করি, তখন কিন্তু আজকে যে অগ্রগতি দেখতে পাচ্ছেন, তার কিছুই ছিল না। কেউ কল্পনা করতে পারেনি যে বাংলাদেশ এত অল্প সময়ের মধ্যে এতদূর এগিয়ে আসতে পারবে এই খাতে।”
তিনি জানান, ছয় বছর আগে আইসিটি খাতে মোট রপ্তানি ছিল ২৬ মিলিয়ন ডলার এবং কর্মসংস্থান ছিল কয়েক হাজার মানুষের। কিন্তু এসময়ের মধ্যে আইসিটি খাতের রপ্তানি ৩০০ মিলিয়ন পার হয়ে গেছে এবং কর্মসংস্থান হয়েছে দুই লাখেরও বেশি মানুষের।
“এরমধ্যে বিপিও সেক্টরেই কর্মসংস্থান আছে ২৫ হাজারের বেশি। ছয় বছর আগে বিপিও সেক্টর বলতে বাংলাদেশে কিছুই ছিল না,” বলেন জয়।
এই খাতকে আরো বড় করতে মানবসম্পদের প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সরকার সৃষ্টি করছে বলে জানান তিনি। 
জয় বলেন, “আমরা চাই, আমাদের তরুণরা উদ্যোক্তা হোক। নিজেদের উদ্যোগে তারা আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, আইটি কোম্পানি করুক, যেখানে তারা নিজেদের কর্মসংস্থান এবং নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে এবং দেশটাকেও এগিয়ে নিয়ে যেতে পারবে।”
দেশের প্রধান রপ্তানি পণ্য পোশাক খাতের চেয়ে তথ্যপ্রযুক্তি খাতে আয় কয়েকগুণ বেশি এবং ভবিষ্যতে পোশাক রপ্তানির চেয়ে আইটি পণ্য রপ্তানি বেশি হওয়া উচিৎ বলে মনে করেন তিনি।
কম্পিউটার বিজ্ঞানে নিজের স্মাতক করার কথা উল্লেখ করে শিক্ষার্থীদেরও তথ্যপ্রযুক্তিতে পড়ার আগ্রহ বাড়ানোর পরামর্শ দেন জয়।    

A freedom fighter is honored in all lands and in all times

A freedom fighter is honored in all lands and in all times, because he fights for a noble cause which is the freedom of the motherland. Freedom is the birthright of man, but sometimes this right is denied to a nation by foreign rulers. As a result, armed conflict takes places between and if freedom-loving people
and the occupation forces. Sometimes the war continues for years and if the people are united and determined then the freedom fighters win and the country achieves independence. The people of Bangladesh fought a glorious war of independence against the Pakistani occupation forces in 1971. In this Great War the Bangali members of the armed forces the students and the people from all walks of life took part. They fought for long nine months and defeated the well-trained Pakistani forces. Bangladesh became a free country. The people who fought against the Pakistani army and the people who took part in the war effort are called the freedom fighters. Many of the freedom fighters sacrificed their lives for the cause of the motherland. We owe our freedom of these noble freedom sacrificed their lives for the cause of the motherland. We owe our freedom of these noble freedom fighters. The freedom fighters will remain immortal in the history of Bangladesh
Mukti Bahini (Bengali: মুক্তি বাহিনী "Liberation Army"), also termed as the "Freedom Fighters" or FFs, collectively refers to the armed organizations who fought against the Pakistan Army during theBangladesh Liberation War. It was dynamically formed by (mostly) Bengali regulars and civilians after the proclamation of Bangladesh's independence on March 26, 1971. Subsequently by mid-April 1971, the Bengali officers and soldiers of East Bengal Regiments formed the "Bangladesh Armed Forces" and M. A. G. Osmani assumed its command. The civilian groups continued to assist the armed forces during the war. After the war Mukti Bahini became the general term to refer to all forces (military and civilian) of former East Pakistani
origin fighting against the Pakistani armed forces during the Bangladesh Liberation War. Often Mukti Bahini operated as an effectiveguerrilla force to keep their enemies on the run. Inspired in part by revolutionary Che Guevara,[1]they have been compared to the French Maquis, Viet Cong, and the guerrillas of Josip Broz Tito in their tactics and effectiveness.[2]
Contents
1 Origins
2 Organization during war
3 Regular and irregular forces
o 3.1 Bangladesh Navy
o 3.2 Bangladesh Air Force
o 3.3 Independent forces
o 3.4 Leftist factions
4 Sectors of Liberation War
5 Mukti Bahini in the final phase
6 See also
7 References
8 Further reading
9 External links
Although Mukti Bahini was formed to fight off the military crackdown by the Pakistan army on March 25, 1971 during the climax of the Bangladesh freedom movement, The crisis had already started taking shape with anti-Ayub uprising in 1969 and precipitated into a political crisis at the height of Sheikh Mujibur Rahman's Six-point movement beginning in the 1970s. In March 1971, rising political discontent andcultural nationalism in what was then East Pakistan (later, Bangladesh) was met by harsh[3] suppressive force from the ruling elite of the West Pakistan establishment[4] in what came to be termed Operation Searchlight.[5] India started actively aiding and re-organising what was by this time already the nucleus of the Mukti Bahini.This led to a crackdown by West Pakistan forces[6] became an important factor in precipitating the civil war as a sea of refugees (estimated at the time to be about 10 million)[7][8] came flooding to the eastern provinces of India.
The immediate precursor of the Mukti
Bahini was Mukti Fauj ("Fauj" is the Urdu originally from Persian borrowed from Arabic for "Brigade" exported into several languages in South Asia including Bengali), which was preceded denominationally by the sangram parishads formed in the cities and villages by the student and youth leaderships in early March 1971. When and how the Mukti Fauj was created is not clear nor is the later adoption of the name Mukti Bahini. It is, however, certain that the names originated generically refer to the people who fought in the Bangladesh liberation war. Since the anti-Ayub uprising in 1969 and during the height of Mujib's six points movement, there was a growing movement among the Bengalis in East Pakistan to become independent driven by the nationalists, radicals and leftists. After the election of 1970, the subsequent crisis strengthened that feeling within the people. Sheikh Mujib himself was facing immense pressure from most prominent political quarters, especially the ultra-nationalist young student leaders, to declare independence without delay. Armed preparations were going on by some leftist and nationalist groups, and the Bengali army officers and soldiers were prepared to defect. At the call of Sheikh Mujibur Rahman the people of East Pakistan joined in a peaceful movement for non-cooperation from 3 March 1971, and 7th march and onward, which lasted up to midnight of 25 March 1971. On this date the Pakistani Army cracked down upon unarmed civilians to take control of the administration. During the army crackdown on the night of March 25, 1971, there were reports of small scale resistance notably at Iqbal Hall, Dhaka University and at the Rajarbagh Police Headquarter. The latter initially put a strong fight against the Pakistan Army. As political events gathered momentum, the stage was set for a clash between the Pakistan Army and the Bengali people vowing for independence. Bengali members of the Army were also defecting and gathering in various pockets of the country.
All these early fights were disorganized and futile
because of the greater military strength of the Pakistani Army. Outside of Dhaka, resistance was more successful. The earliest move towards forming a liberation army officially came from the declaration of independence made by Major Ziaur Rahman of East Bengal Regiment on behalf of Sheikh Mujibur Rahman. In the declaration made from Kalurghat Betar Kendra (Chittagong) on March 27, 1971, Zia assumed the title of "provisional commander in chief of the Bangladesh Liberation Army", though his area of operation remained confined to Chittagong and Noakhali areas. Major Ziaur Rahman's declaration on behalf of Sheikh Mujibur Rahman marked a break with Pakistan by the Bengali units of the army.
Organization during war
See also: Mujibnagar Government
Though prolonged Bengali resistance was not anticipated by Pakistani planners of Operation Searchlight,[9] when the Pakistani Army cracked down upon the population, the Mukti Bahini were becoming increasingly visible. Headed by Colonel (later, General) M. A. G. Osmani, a retired Pakistani Army officer, this band was raised as Mujib's action arm and security force before assuming the character of a conventional guerrilla force. After the declaration of independence, the Pakistani military sought to quell them, but increasing numbers of Bengali soldiers defected to the underground "Bangladesh army". These Bengali units slowly merged into the Mukti Bahini and bolstered their weaponry.
On April 12, 1971 Colonel (later General) M. A. G. Osmani assumed the command of armed forces at Teliapara (Sylhet) headquarters. Osmani was made the commander-in-chief of Bangladesh Armed Forces on April 17, 1971. Serious initiative for organising the Bangladesh liberation army was taken between 11–17 July. In a meeting of the sector commanders in Kolkata, four important resolutions were taken in consideration of strategic
aspects of the war, existing problems and future course of resistance. These were:
Composition and tactics of the combatants would be as follows:
Guerrilla teams comprising 5 to 10 trained members would be sent to specific areas of Bangladesh with specific assignments
Combat soldiers would carry out frontal attacks against the enemy. Between 50 and 100 per cent would carry arms. Intelligence volunteers would be engaged to collect information about the enemy. 30 percent of these people would be equipped with weapons;
The regular forces would be organised into battalions and sectors.
The following strategies would be adopted while carrying out military operations against the enemy
A large number of guerrillas would be sent out inside Bangladesh to carry out raids and ambushes;
Industries would be brought to a standstill and electricity supply would be disrupted;
Pakistanis would be obstructed in exporting manufactured goods and raw materials;
Communication network would be destroyed in order to obstruct enemy movements;
Enemy forces would be forced to disperse and scatter for strategic gains;
The whole area of Bangladesh would be divided into 11 sectors.
Other than the organizations of Mukti Bahini who were generally trained and armed by the Indian Army, there were independent guerrilla groups led by individual leaders, either nationalists or leftists, who were successfully controlling some areas.
Regular and irregular forces
Leaflets and pamphlets played an important role in driving public opinion during the war.
The regular forces later called Niomita Bahini (regular force) consisted of the members of the East Bengal Regiments (EBR), East Pakistan Rifles (EPR, later BDR), police, other paramilitary forces and the general people who were commanded by the army commanders in the 11 sectors all over Bangladesh. Three major forces: Z-Force under the command of Major (later, Major General) Ziaur Rahman, K-Force under Major (later Brigadier ) Khaled Mosharraf and S-Force under Major (later Major General) K M Shafiullah were raised afterwards to fight battles in efficient manners. The irregularforces, generally called Gono Bahini (people's army), were those who were trained more in guerrilla warfare than the conventional one.
The irregular forces, which after initial training joined different sectors, consisted of the students, peasants, workers and political activists. Irregular forces were initiated inside Bangladesh province to adopt guerrilla warfare against the enemy. The regular forces were engaged in fighting the usual way.
The Mukti Bahini obtained strength from the two main streams of fighting elements: members of armed forces of erstwhile East Pakistan and members of the urban and rural youths many of whome were volunteers.
Other groups included members of sangram parishads, youth and student wings of Awami League, NAP, Leftist-Communist Parties and radical groups. The Mukti Bahini had several factions. The foremost one was organized by the members of the regular armed force, who were generally known as Freedom Fighters (FF). Then there was Bangladesh Liberation Forces (BLF) led by four youth leaders of the political wing of Sheikh Mujib's Awami League and the third one generally known as Special Guerrilla Forces (SGF) led by the Communist Party of Bangladesh, National Awami Party, and Bangladesh Students Union. They then jointly launched guerrilla operations against the Pakistani Army causing heavy damages and casualties. This setback prompted the Pakistani Army to induct Razakars, Al-Badrs and Al-Shams (mostly members ofJamaat-e-Islami and other Islamist groups), as well as other Bengalis who opposed independence, and Biharis who had settled during the time of partition. This helped Pakistan stem the tide somewhat as the monsoon approached in the
months of June and July.
Bangladesh Navy
Bangladesh Navy was constituted in August 1971. Initially, there were two ships and 45 navy personnel. These ships carried out many successful raids on the Pakistani fleet. But both of these ships were mistakenly hit and destroyed by Indian fighter planes on 10 December 1971, when they were about to launch a major attack on Mongla seaport.
Bangladesh Air Force
Bangladesh Air Force started functioning on 28 September at Dimapur in Nagaland, under the command of Air Commodore AK Khondakar. Initially, it consisted of 17 officers, 50 technicians, 2 planes and 1 helicopter. The Air Force carried out more than twelve sorties against Pakistani targets and was quite successful during the initial stages of the Indian attack in early December.
Independent forces
In addition, there were also some independent forces that fought in various regions of Bangladesh and liberated many areas. These includedMujib Bahini which was organized in India. Major General Oban of the Indian Army and Student League leaders Serajul Alam Khan, Sheikh Fazlul Haque Mani, Kazi Arif Ahmed, Abdur Razzak, Tofael Ahmed, A. S. M. Abdur Rab, Shahjahan Siraj, Nur E Alam Siddiqi, and Abdul Quddus Makhon were organisers of this Bahini. There was the Kaderia Bahini under Kader Siddique of Tangail, Afsar Bahini and Aftab Bahiniof Mymensingh,Tiger Bahini under Abu Siddique Ahmed of Netrakona Latif Mirza Bahini of Sirajganj, Akbar Hossain Bahini of Jhinaidah,Quddus Molla and Gafur Bahini of Barisal, Hemayet Bahini under Hemayet Uddin of Faridpur..There were also several communist/leftist groups who clashed with the Pakistan Army, and controlled some areas independently.
Leftist factions
In addition,there were some other groups of freedom fighters which were controlled by the Leftist parties and groups including the NAP and Communist Parties. Among others, Siraj Sikder raised a strong guerrilla force which fought several battles with the Pakistani soldiers in Payarabagan, Barisal. Although there were ideological conflicts among the communist parties (most notably, split into pro-soviet and pro-Chinese factions and widespread split within the pro-Chinese faction) on deciding a common action in the context of Bangladesh Liberation, many of the individuals and leaders of Mukti Bahini were deeply influenced by the leftist ideology in general. There were strong concerns among the Indian authority and members of the Awami League led provisional government not to lose the control of the liberation war to the leftists. Nevertheless many leftists overcame these internal and external difficulties and actively participated in the Liberation war with the main nucleus of the Mukti Bahini.
Sectors of Liberation War
The eleven sectors
Main article: List of Sectors in Bangladesh Liberation War
Immediately after formation, the new government of Bangladesh shifted its focus on organizing the war against Pakistan Army. A Cabinet meeting of Bangladesh government on July 11, 1971
appointed Col. M. A. Goni Osmani as Commander in Chief, Lt. Col. Abdur Rab as Chief of Army Staff and Group Captain A K Khandker as Deputy Chief of Army Staff and Chief of Air Force.
In this meeting Bangladesh was divided into Eleven Sectors and each Sector was assigned a Sector Commander. The 10th Sector was directly placed under the Commander in Chief (C-in-C) and included the Naval Commandos and C-in-C’s special force.[10]
The Sector Commanders were chosen from defected officers of Pakistan army who joined the Mukti Bahini. These trained officers directed the guerrilla warfare as well as trained the independence militia who lacked formal training on military operations. Most of these training camps were situated near the border area and were operated with direct assistance from India.
For better efficiency in combat operations, each of the sectors were divided into a number of sub-sectors. The table below provides a list of the sectors along with the name of the sector commanders.
Sectors of Bangladesh Liberation War
Sector Area Sector Commander
1 Chittagong District, Chittagong Hill Tracts, and the entire eastern area of theNoakhali District on the banks of the river Muhuri.
Major Ziaur Rahman, later replaced by Major Rafiqul Islam
2 Districts of Dhaka, Comilla, Faridpur, and part of Noakhali District.
Major Khaled Mosharraf, later replaced by Major ATM Haider
3 Area between Churaman Kathi (near Sreemangal) and Sylhet in the north and Singerbil of Brahmanbaria in the south.
Major KM Shafiullah, later replaced by Major ANM Nuruzzaman.
4 Area from Habiganj District on the north to Kanaighat Police Station on the south along the 100 mile long border with India.
Major Chittarajan Datta, later replaced by Captain A Rab.
5 Area from Durgapur to Danki (Tamabil) of Sylhet District and the entire area up to the eastern borders of the district.
Major Mir Shawkat Ali
6 Rangpur District and part of Dinajpur District.
Wing Commander M Khademul Bashar
7 Rajshahi, Pabna, Bogra and part of Dinajpur District.
Major Nazmul Huq, later replaced by Subedar Major A Rab and Kazi Nuruzzaman.
8 In April 1971, the operational area of the sector comprised the districts of Kushtia,Jessore, Khulna, Barisal, Faridpur and Patuakhali. At the end of May the sector was reconstituted and comprised the districts of Kuhstia, Jessore, Khulna,Satkhira and the northern part of Faridpur district. Major Abu Osman Chowdhury, later replaced by Major MA Manzur.
9 Barisal, Patuakhali, and parts of the district of Khulna and Faridpur.
Major M A Jalil later replaced by Major MA Manzur and Major Joynal Abedin.
10 This sector was constituted with the naval commandos. Indian commander MN Sumanta.
11 Mymensingh and Tangail.
Major M Abu Taher, later replaced by Squadron Leader Hamidullah.
Source: Sectors of the War of Liberation; Shirin, S. M.; Banglapedia.
Mukti Bahini in the final phase
The liberation forces started carrying out massive raids into enemy fronts from October 1971. After the signing of the Indo-Soviet Treaty in August 1971, India began to demonstrate more interest in the Bangladesh war. Eventually India legally entered the war on 3 December 1971 (Indo-Pakistani War of 1971) after Pakistan's preemptive air raids on some Indian cities in the western border. In fact, the Indian soldiers were already participating in the war in different guises since November when the independence fighters had launched the Belonia battle. When the Indian Army planned to avoid battles and seize the capital Dhaka in the shortest campaign possible, the Mukti Bahini made the task much easier by confining the Pakistani army and holding them back from moving towards to capital.
Despite the difficult terrain of Bangladesh, the war was won rapidly. Dhaka was liberated in a matter of two weeks.
The Mukti Bahini were a major contributing factor in the Indian Victory fighting both as irregulars, and as conventional forces alongside the Indians. Several actions in the heart of the capital and the killing of Monaem Khan, a loyalist, anti-Bengali and ex-governor of East Pakistan, proved the effectiveness and capability of the guerrillas.
On 16 December 1971, commander of the 14 division of Pakistan army Major General Jamshed surrendered to Indian General Nagra near Mirpur bridge in Dhaka. At 10.40 am, the Indian allied force and Kader Siddique entered Dhaka city. That signaled the end of the 9-month long War of Liberation of Bangladesh. Scattered battles were still waged at various places of the country.
The Commander of Eastern Command of the Pakistan Army, Lt. General A. A. K. Niazi surrendered to the commander of the joint Indo-Bangladesh force and the chief of Indian eastern command Lt. General Jagjit Singh Arora. The Bangladesh Forces were represented at the ceremony by Group Captain A. K. Khandker.
Mitro Bahini
References
1. ^ Dangerous Liaison by Raza Naeem, Frontline, Volume 26 - Issue 15, July 18–31, 2009
2. ^ Why the Movement for Bangladesh Succeeded: A military appreciation by Mumtaz Iqbal
3. ^ Genocide in Bangladesh, 1971. Gendercide Watch.
4. ^ Emerging Discontent, 1966-70. Country Studies Bangladesh
5. ^ Anatomy of Violence: Analysis of Civil War in East Pakistan in 1971: Military Action: Operation Searchlight Bose S Economic and Political Weekly Special Articles, October 8, 2005
6. ^ The Pakistani Slaughter That Nixon Ignored , Syndicated Column by Sydney Schanberg, New York Times, May 3, 1994
7. ^ a b Crisis in South Asia - A report by Senator Edward Kennedy to the Subcommittee investigating the Problem of Refugees and Their Settlement, Submitted to U.S. Senate Judiciary Committee, November 1, 1971, U.S. Govt. Press.pp6-7
8. ^ India and Pakistan: Over the Edge. TIME Dec 13, 1971 Vol. 98 No. 24
9. ^ Pakistan Defence Journal, 1977, Vol 2, p2-3
10. ^ Bangladesh Liberation Armed Force, Liberation War Museum, Bangladesh.
Jagjit singh Arora

Wednesday, October 21, 2015

যে "ভুলে ভুলুক কোটি মন্বন্তরে, আমি ভুলিবো না, আমি কভু ভুলিবো না"

নবজাত স্বাধীন বাংলাদেশের জন্মদানে ধাত্রীর ভূমিকা পালন করেছিলেন প্রিয়দর্শিনী! মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মননায় অভিষিক্ত করে গুরু দায়িত্ব পালন করেছে বাংলাদেশ সরকার। মাসের রক্তক্ষয়ী যুদ্ধ পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তিদানে পাকিস্তান সরকারের উপর চাপ প্রয়োগে বিশ্ব নেতৃবৃন্দকে সম্মত করাতে তাঁর অবদান ইতিহাসে রত্নখচিত হয়ে আছে। বিশেষকরে মুক্তিযুদ্ধের অন্তিমলগ্নে ডিসেম্বরে যখন পাকিস্তান বাহিনী অতর্কিতে ভারত আক্রমণ করে তখন থেকে বিজয় অর্জন পর্যন্ত প্রতিটি দিনই ছিল সুকঠিন। সেই সময়ে রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞা এবং অসামান্য কূটনৈতিক দক্ষতার পরিচয় দেন মহাত্মা ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার। ১৯৭১-এর রক্তঝরা সেই দিনগুলোতে ভারত সরকার লোকসভার সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর বক্তৃতা-বিবৃতি এবং ভ্রাতৃপ্রতীম দেশরক্ষায় প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণের দায়-দায়িত্ব গ্রহণ এবং চূড়ান্ত বিজয় অর্জন এসবই এখন ইতিহাসের অংশ। কী ঘটেছিল সেই দিনগুলোতে১৯৭১-এর ডিসেম্বরের তারিখ, পাকিস্তান সেনাবাহিনী মুক্তিবাহিনীর চতুর্মুখী গেরিলা আক্রমণে বিধ্বস্ত হয়ে উপায়ন্তর না দেখে দিশেহারা হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বাঙালীর বিজয় যখন আসন্ন, পক্ষান্তরে পাকিস্তান সেনাবাহিনীর পরাজয় সময়ের ব্যাপার মাত্র। তখন বাংলাদেশের কাছে পরাজয়ের গ্লানি এড়ানো, ভারতের কাছে পরাজিত হলে যুদ্ধরত পাকিস্তানী সৈন্যরা জেনেভা কনভেনশনের সুযোগ লাভ করবে, সর্বোপরি ভারত সরাসরি যুদ্ধে জড়ালে

যুদ্ধবিরতির জন্য মার্কিন সাম্রাজ্যবাদের মদদে জাতিসংঘ এগিয়ে আসবে তাতে হয়ত শেষ পর্যন্ত পাকিস্তানের ঐক্য অটুট রাখা সম্ভবপর হবে। ওইদিন পাকিস্তান বিমানবাহিনী আকস্মিকভাবে পশ্চিম ভারতের বিমান ঘাঁটিগুলোতে তথা শ্রীনগর, অবন্তীপুর, অমৃতসর, ফিরোজপুর, চণ্ডীগড়, ফরিদকোট, পাঠানকোট, সাদেক, ওকহা, জোধপুর উত্তরলাই, আম্বালা, এমনকি দিল্লীর সন্নিকটে আগ্রার বিমানক্ষেত্র এবং পূর্ব ফ্রন্টের আগরতলা বিমান ঘাঁটিতে বিনা উস্কানিতে আক্রমণ চালায়। এসময় ভারতের প্রধানমন্ত্রী মহীয়সী শ্রীমতী ইন্দিরা গান্ধী এক সংক্ষিপ্ত সফরে কলকাতায় গড়ের মাঠে বক্তৃতারত অবস্থায় পাকিস্তান কর্তৃক আক্রান্ত হওয়ার সংবাদটি অবহিত হন। কালবিলম্ব না করে তাঁর ভাষণ সংক্ষিপ্ত করে স্বাধীন বাংলাদেশের পরমহিতৈষী সদ্য প্রয়াত শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়কে সঙ্গে নিয়ে ওইদিনই রাত ১০-৩০ মিনিটে দিল্লী ফিরে তিনি রাষ্ট্রপতি শ্রী ভি ভি গিরি উর্ধতন নেতৃবৃন্দের সঙ্গে জরুরী বৈঠক করেন। অতঃপর রাষ্ট্রপতি শ্রী ভি ভি গিরি ভারতে জরুরী অবস্থা ঘোষণা করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে উদ্ভূত সঙ্কটজনক পরিস্থিতি মোকাবেলায় রাত ১২-২০ মিনিটে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এক বেতার ভাষণে বলেন, "শত্রুরা আমাদের বিমানক্ষেত্রসহ সীমান্ত সন্নিহিত সবগুলো প্রতিরক্ষা অবস্থানের ওপর হামলা চালিয়েছে। এরকম সমূহ বিপদের মধ্যেও ভারত যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। বিগত মার্চ মাস থেকেই আমরা একটা ব্যাপক বিপদগ্রস্ত (পূর্ব পাকিস্তানের) জনগণকে অত্যন্ত কাছ থেকে দেখেছি। তাদের দোষ ছিল যে, তারা গণতন্ত্রের পক্ষে ভোট দিয়েছিলেন। তাদের সমস্যা আমাদের ছুঁয়েছে, ভাবিয়েছেও বটে। চেষ্টা করেছি, জাতীয় আন্তর্জাতিকভাবে সমস্যা সমাধানের। কিন্তু বিশ্ব সভা মূল সমস্যাগুলোকে পাশ কাটিয়ে বাইরের দিকটা সামান্য আলোচনায় এনেছে মাত্র। ফলে স্বাভাবিক নিয়মেই অবস্থার অবনতি ঘটেছে। অসীম সাহসী শৌর্যবান মুক্তিযোদ্ধারা জীবনকে বাজি রেখে যুদ্ধ করে যাচ্ছে দেশপ্রেমের উন্মাদনায়। আমরা তাদের সম্মান করি। আজ এই যুদ্ধ ভারতের যুদ্ধ হিসেবেও আত্মপ্রকাশ করলো।
এর দায়িত্ব ন্যস্ত হয়েছে আমার ওপর, আমার সরকারের ওপর এবং সর্বোপরি ভারতের সমস্ত জনগণের ওপর। যুদ্ধের তাণ্ডব থেকে আমাদের আর পেছনে ফেরার কোন উপায় নেই। আমাদের দেশপ্রেমিক মানবতাবাদী যোদ্ধা জওয়ানরা দেশের প্রতিরক্ষার জন্য এগিয়ে চলেছে। সারা ভারতে ঘোষণা করা হয়েছে জরুরী অবস্থা এবং এর সঙ্গে সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।" বাংলাদেশের মুক্তিকামী জনগণের গণতন্ত্রের পক্ষে ভোট প্রদান এবং জীবনবাজি রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক শ্রীমতী ইন্দিরা গান্ধী যুদ্ধকে ভারতের যুদ্ধ হিসেবেও আত্মপ্রকাশের ঘোষণা দেন। এমন সহমর্মী সমবেদনা প্রকাশ এবং অপর দেশের স্বাধীনতা সংগ্রামকে নিজ দেশের স্কন্ধে তুলে নেয়ার মহত্ত্ব সচরাচর দৃষ্ট নয়। কেবলমাত্র আদর্শিক নৈতিক বন্ধনই পারে এরূপভাবে একাত্ম হতে। প্রদত্ত ভাষণে তিনি আন্তরিকতার সঙ্গেই বলেন, "বিপদগ্রস্ত (পূর্ব পাকিস্তানের) জনগণকে অত্যন্ত কাছ থেকে দেখেছি" এবং "তাদের সমস্যা আমাদের ছুঁয়েছে, ভাবিয়েছেও বটে। চেষ্টা করেছি, জাতীয় আন্তর্জাতিকভাবে সমস্যা সমাধানের"- কথাটি নিছক কথার কথা নয়। শ্রীমতী ইন্দিরা গান্ধী সারা বিশ্ব ঘুরে স্বাধীন বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গড়ে তুলেছিলেন। এর পরদিন অর্থাৎ ডিসেম্বর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের যৌথ দস্তখতে ভারতীয় প্রধানমন্ত্রী বরাবরে পত্র প্রেরণ করা হয়। ওই পত্রের মূল বক্তব্য ছিল, "আমরা গভীর বেদনার সাথে লক্ষ্য করছি, গত ডিসেম্বর মধ্যাহ্নে পাকিস্তান সামরিক জান্তা কাপুরুষোচিতভাবে আপনার দেশ আক্রমণ করেছে। এহিয়া খানের সর্বশেষ এই অপরিণামদর্শী অপকর্ম সুস্পষ্টভাবে আন্তর্জাতিক রীতি-নীতির লঙ্ঘন যা চূড়ান্তভাবে এটাই প্রমাণ করে যে, তার লক্ষ্য হচ্ছে উপমহাদেশের রাষ্ট্রসমূহের মধ্যে স্নায়ুবিক চাপ, ধ্বংস এবং আর্থসামাজিক উত্তেজনা বৃদ্ধি করা। পশ্চিম পাকিস্তান সরকারের এবংবিধ নগ্ন অভিলাষ সম্পর্কে বাংলাদেশের জনগণ সচেতন এবং মাসের কিছু আগেই তারা এর বিরুদ্ধে স্বাধীনতার জন্য সংগ্রামের সূচনা করেছিল। ইতোপূর্বে ১৫ অক্টোবর এবং ২৩ নবেম্বর পাকিস্তান সামরিক জান্তার সঙ্গে যুদ্ধ পরিস্থিতির বাস্তবতা বিশ্লেষণ করে আপনার সঙ্গে যোগাযোগ করে জানিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত সাফল্যের সঙ্গে দখলদার বাহিনীর পূর্ণাঙ্গ পরাজয় সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ লক্ষ্য পূরণে আমরা অবিচল থাকব।  
আপনার দেশের ওপর এহিয়া এবং তদীয় দোসর জেনারেলগণ কর্তৃক সম্পাদিত আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ ভারতের জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে আগ্রাসীদের বিতাড়নে গণতন্ত্র স্বাধীনতার জন্য যুদ্ধে সযত্নে লালিত আমাদের ঐক্যবদ্ধ সাধারণ মূল্যবোধ অনুযায়ী চালিত হবে। ম্যাডাম প্রধানমন্ত্রী, ডিসেম্বরের তারিখ আপনার দেশের বিরুদ্ধে পাকিস্তান কর্তৃক সম্পাদিত নগ্ন আগ্রাসনের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের অভ্যন্তরে পাকিস্তানী আগ্রাসী শক্তির বিরুদ্ধে যুদ্ধরত বাংলাদেশের মুক্তিবাহিনী যে কোন সেক্টরে বা যে কোন ফ্রন্টে যুদ্ধে সদা প্রস্তুত। বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের লক্ষণটি ভারত সরকারের কর্মে শুরু থেকেই প্রতিফলিত। ১৯৭১-এর মার্চের ২৫ তারিখ রাত ১১-৩০ মিনিটে পাকিস্তান সামরিক বাহিনী কর্তৃক পূর্বপরিকল্পিত গণহত্যার নীলনকশানুযায়ী অপারেশন সার্চলাইট শুরুর সঙ্গে সঙ্গেই অনিবার্য হয়ে উঠেছিল আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার। আর সেই আনুষ্ঠানিকতা রক্ষার্থে আওয়ামী লীগ নেতৃবৃন্দ কালবিলম্ব করেননি বরং গণহত্যা শুরুর এক ঘণ্টার মধ্যেই পূর্ব প্রস্তুতি মোতাবেক সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ দলীয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পরমাকাঙ্ক্ষিত স্বাধীনতার ঘোষণা প্রদান করে বলেছিলেন, "আজ থেকে বাংলাদেশ স্বাধীন ...!" জনগণ কর্তৃক নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের নেতার মুখনিঃসৃত এই আমোঘ বাণী নব উদ্ভূত "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের" রাজনৈতিক বৈধতা অর্জনের নৈতিক ভিত্তি যুগিয়েছিল। আমাদের স্বাধীনতা পেয়েছিল নিয়মতান্ত্রিক বৈধতা। স্বাধীনতা ঘোষণার এই নিয়মানুগ বৈধতার বলে বলীয়ান হয়ে নবীন বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভবে মুক্তিযুদ্ধের পরম মিত্র ভারতবর্ষের পক্ষে সম্ভব হয়েছিল মার্চের ৩১ তারিখে অর্থাৎ স্বাধীনতা ঘোষণার মাত্র দিনের ব্যবধানে বাংলাদেশে গণহত্যা বন্ধে লোকসভায় সর্বসম্মতভাবে প্রস্তাব গ্রহণ করে সমগ্র বিশ্ববাসীর কাছে এটা তুলে ধরা যে, স্বাধীন বাংলাদেশের মুক্তিসংগ্রাম ন্যায্য বৈধ। সর্বসম্মতভাবে গৃহীত এই প্রস্তাবে বলা হয়েছিল-
 "(
) পূর্ব বাংলার সাম্প্রতিক ঘটনাবলীতে এই সভা গভীর উদ্বেগ সমবেদনা প্রকাশ করছে। পূর্ব বাংলার সমগ্র জনসাধারণের আকাঙ্ক্ষা আবেগ দমন করবার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তান হতে আমদানি করা সৈন্যবাহিনীর সাহায্যে প্রচণ্ড আক্রমণ করা হয়েছে। () ১৯৭০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত পাকিস্তান জাতীয় নির্বাচনে সেখানকার জনগণ যে অভ্রান্ত রায় দিয়েছে, তাকে যথাযথ মর্যাদা দেওয়ার পরিবর্তে পাকিস্তান সরকার জনগণের সেই নির্ভুল অভিমতকে অগ্রাহ্য করার পথ বেছে নিয়েছে। () পাকিস্তান সরকার আইনসম্মত উপায়ে জনগণের প্রতিনিধিবৃন্দের নিকট ক্ষমতা হস্তান্তর করতে কেবলমাত্র অস্বীকার করেন নাই, বরং জাতীয় পরিষদকে তার ন্যায়সঙ্গত তথা সার্বভৌম অধিকার গ্রহণে অন্যায়ভাবে বাধা দিয়েছেন। বেয়নেট, মেশিনগান, ট্যাঙ্ক, বিমান বহর ভারি গোলাগুলি প্রভৃতি দিয়ে বর্বরোচিত নগ্ন আক্রমণের দ্বারা পূর্ববঙ্গের জনগণকে অবদমিত করার চেষ্টা চলছে। () ভারতীয় জনসাধারণ এবং সরকার সর্বদাই পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ, স্বাভাবিক ভ্রাতৃসুলভ সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রচেষ্টা করছে। ভারতের অবস্থান এবং এই উপমহাদেশের জনগণের শতাব্দীব্যাপী ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত বন্ধনের দৃষ্টিতে এই সভা আমাদের সীমান্তের এত সন্নিকটে অনুষ্ঠিত জঘন্য অত্যাচারের প্রতি উদাসীন থাকতে পারে না। একটি নিরস্ত্র এবং নির্দোষ জনগণের উপর এরূপ এক অমানুষিক অত্যাচারের বিরুদ্ধে আমাদের দেশের সর্বত্র জনগণ নিঃসংশয়ে ধিক্কার দিয়েছে। () পূর্ববঙ্গের জনগণের গণতান্ত্রিক জীবনধারণের এই সংগ্রামের প্রতি এই সভা গভীর সমবেদনা সংহতি জ্ঞাপন করছে। () শান্তি এবং মানবাধিকার রক্ষার প্রতি ভারতের যে চিরস্থায়ী আগ্রহ রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে এই সভা অবিলম্বে সকল প্রকার শক্তির প্রয়োগ নিরস্ত্র জনতার নির্বিচার হত্যা বন্ধের জন্য দাবি জানাচ্ছে। পরিকল্পিতভাবে একটি জাতিকে নিশ্চিহ্ন করার কাজকে, যা গণহত্যার সমতুল্য, অবিলম্বে বন্ধের জন্য পাকিস্তান সরকারের ওপর প্রভাব সৃষ্টির উদ্দেশ্যে এই সভা বিশ্বের সকল সরকারের এবং জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে। () এই সভা গভীর প্রত্যয় ব্যক্ত করছে যে, পূর্ববঙ্গের সাড়ে সাত কোটি জনগণের এই ঐতিহাসিক অভ্যুত্থান জয়যুক্ত হবে। এই সভা এই আশ্বাস দিচ্ছে যে, ভারতীয় জনগণের পূর্ণ সহযোগিতা সমবেদনা তাঁরা তাঁদের এই ত্যাগ সংগ্রামের পিছনে লাভ করবেন।" বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান উপলক্ষে ভারতীয় লোকসভার যুক্ত অধিবেশনে প্রদত্ত ঐতিহাসিক বক্তৃতায় শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেন, "বাংলাদেশ 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামে অভিহিত হবে। এই সভা নিশ্চয়ই চায় যে, আমি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাঁদের অন্যান্য সহকর্মীদের নিকট আমাদের ঐকান্তিক সংবর্ধনা আন্তরিক অভিনন্দন পৌঁছে দেই। ... বাংলাদেশের জনগণ বিরাট বাধার বিরুদ্ধে সংগ্রাম করে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ... বাংলাদেশ ভারতের সরকার এবং জনগণ স্বাধীনতা গণতন্ত্রের জন্য যে একসাথে কাজ করেছে তা সৎ প্রতিবেশীসুলভ দৃষ্টান্ত স্থাপন করবে। ... একমাত্র এরূপ একটি নীতিই এতদঞ্চলে শান্তি, স্থায়িত্ব প্রগতির পথ দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে পারে। ... বাংলাদেশ সরকার ভারতে আগত শরণার্থীদের দ্রুত প্রত্যাবর্তনের এবং তাদের জমি-জমা জিনিসপত্র ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করার জন্য পুনরায় উৎকণ্ঠা প্রকাশ করেছে। ভারত স্বাভাবিকভাবেই এই প্রচেষ্টা কার্যকর করার ব্যাপারে সর্বতোভাবে সাহায্য করবে।" লোকসভার সকল সদস্যবৃন্দ দাঁড়িয়ে তুমুল হর্ষধ্বনির মাধ্যমে এই ঐতিহাসিক ঘোষণাকে অভিনন্দন জানান। সশস্ত্র মুক্তিযুদ্ধ চলাকালে শুরু থেকে চূড়ান্ত বিজয় অর্জন পর্যন্ত ভারত সরকার জনসাধারণ, বিশেষ করে প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর ভূমিকা অবিস্মরণীয়। দীর্ঘ ২৬ বছরের সেনা শাসনে মুক্তিযোদ্ধা-রাজাকার জোড়কলম বানাবার হীন ষাড়যন্ত্রিক অপচেষ্টায় মহান মুক্তিযুদ্ধের সকল অর্জন ভূলুন্ঠিত করবার নিরন্তর চেষ্টা হয়েছিল। তথাপি সেনাশাসক রাজাকারেরা সে চেষ্টায় সফলকাম হতে পারেনি। যুদ্ধোত্তর কালে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পক্ষে ভারতবর্ষ  ইন্দিরা গান্ধীর ভূমিকাকে আমরা যতই প্রশ্নবিদ্ধ, বিতর্কিত করার অপচেষ্টা চালাই না কেন তা ধোপে টিকেনি। মহান মুক্তিযুদ্ধে যে দেশটি তার বিপুল দরিদ্র জনসাধারণের ভার বহনে অক্ষম হয়েও নবজাত স্বাধীন বাংলাদেশের জন্মদানে ধাত্রীর ভূমিকা পালন করেছিল; পরম শ্রদ্ধা আর বিনম্রচিত্তে আমাদের জাতীয় ইতিহাসে তা রত্নখচিত হয়ে থাকবে। বাংলাদেশের রক্তক্ষয়ী স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করে ,৬৩০ জন ভারতীয় সৈনিক আত্মদান করে, ২৩০ জন নিখোঁজ এবং ,৮৫৬ জন সৈনিক আহত হয়। ভিন জাতির এসব বীর সৈনিকদের সুমহান ত্যাগের প্রতি যথাযথ শ্রদ্ধা না জানিয়ে, কৃতজ্ঞচিত্তে তাঁদের স্মরণ না করে ইতোমধ্যে অকৃতজ্ঞতার নিকৃষ্ট দৃষ্টান্ত আমরা যথেষ্ট স্থাপন করেছি। এক্ষণে জননেত্রী শেখ হাসিনার সরকার মহিয়সী শ্রীমতি ইন্দিরা গান্ধীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করবার মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে কৃতজ্ঞতার দৃষ্টান্ত স্থাপন করছেন। নিঃসন্দেহে এই মহতী উদ্যোগের ধারাবাহিকতায় বিগত দিনের পাপের প্রায়শ্চিত্ত হবে এবং সামাজিক রাষ্ট্রীয় জীবনে মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস সুপ্রতিষ্ঠিত হবে। 
written By: Abul Khayer